Site icon Jamuna Television

মুনিয়া আত্মহত্যা প্ররোচনার মামলায় আনভীরকে অব্যাহতি দিয়েছেন আদালত

গুলশানের একটি ফ্ল্যাট থেকে তরুণীর লাশ উদ্ধার

২৬ এপ্রিল রাতে গুলশানের একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ফাইল ছবি

মুনিয়া আত্মহত্যা প্ররোচনার মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দিয়েছে ঢাকার সিএমএম আদালত।

আজ বুধবার (১৮ আগস্ট) মহানগর মুখ্য হাকিম রাজেশ চৌধুরীর আদালত এই আদেশ দেন। মামলায় সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দিয়ে পুলিশের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন আদালত। একই সাথে মামলার বাদী মুনিয়ার বোন নুসরাত জাহানের নারাজি আবেদন খারিজ করে দেন।

উল্লেখ্য, ২৬ এপ্রিল রাতে গুলশানের একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মুনিয়ার বোন, সায়েম সোবহান আনভীরকে একমাত্র আসামি করে মামলা করেন।

Exit mobile version