Site icon Jamuna Television

মিতু হত্যা মামলায় বাবুল আক্তারের জামিন আবারও নামঞ্জুর

মাহমুদা খানম মিতু ও বাবুল আক্তার। ফাইল ছবি

মাহমুদা খানম মিতু হত্যা মামলায় স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের জামিন আবারও নামঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (১৮ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ আশফাকুর রহমান এ আদেশ দেন।

এর আগে, গত ১০ আগস্ট তার আইনজীবী চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বাবুল আক্তারের জামিন আবেদন করেছিলেন। সেদিনও আদালত তা নাকচ করে দেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন ভোরে ছেলেকে স্কুলে পৌঁছে দিতে বের হওয়ার পর চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় মাহমুদা খানম মিতুকে। ঘটনার পর তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তার পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন। তার জঙ্গিবিরোধী কার্যক্রমের জন্য তার স্ত্রীকে টার্গেট করা হয়ে থাকতে পারে বলে মামলায় উল্লেখ করেন বাবুল আক্তার।

শুরুতে ডিবি পুলিশ মামলাটির তদন্ত করছিল। পরে ২০২০ সালের জানুয়ারিতে আদালত মামলাটির তদন্তের ভার পিবিআইকে দেয়। তদন্তে গিয়ে বাবুল আক্তারকে ২০২১ সালের মে মাসের ১১ তারিখ হেফাজতে নেয় পিবিআই।

পরদিন ঢাকায় সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, মিতু হত্যাকাণ্ডে বাবুল আক্তারের জড়িত থাকার প্রমাণ পেয়েছে তারা। এরপর মিতুর বাবা মোশাররফ হোসেন পাচলাইশ থানায় বাবুল আক্তারকে প্রধান আসামি করে সাত জনের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় বাবুল আক্তারকে গ্রেফতার দেখানো হয়।

Exit mobile version