Site icon Jamuna Television

‘জাফর ইকবালের ওপর হামলায় ছাত্রলীগ জড়িত থাকতে পারে’

জনপ্রিয় লেখক অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলায় ছাত্রলীগ জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠিতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন।

‘দুর্নীতি’ শীর্ষক আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্য’র আহ্ববায়ক মাহমুদুর রহমান মান্না, অর্থনীতিবিদ আনু মুহাম্মদ প্রমুখ।

গত শনিবার নিজ কর্মস্থল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক অনুষ্ঠানে ফয়জুর রহমান ওরফে ফয়জুল নামে এক যুবক ছুরি দিয়ে জাফর ইকবালের পেছন থেকে হামলা চালায়। হামলার পর রক্তাক্ত অবস্থায় জাফর ইকবালকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারপর সেখান থেকে হেলিকপ্টারে করে নিয়ে আসা হয় সিএমএইচে।

হামলাকারী ফয়জুল এখন পুলিশ হেফাজতে আছে। ইতোমধ্যে তার বাবা-মা ও এক মামাকে আটক করা হয়েছে। কী কারণে হামলা করেছে সে বিষয়ে এখনো কিছু বলতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী।

Exit mobile version