Site icon Jamuna Television

শতভাগ ফিট মেসিকে মাঠে নামাতে চান পচেত্তিনো

ফিট মেসিকেই মাঠে চান পচেত্তিনো।

লিওনেল মেসিকে পুরোপুরি ফিট করে মাঠে নামাতে চান পিএসজির কোচ মরিসিও পচেত্তিনো। তবে ৩০ আগষ্ট রাঁমসের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে এই আর্জেন্টাইন সুপারস্টারকে।

এর আগে পিএসজির হয়ে অনুশীলন শুরু করে দিয়েছিলেন মেসি। ইতোমধ্যে মেসিকে ছাড়াই ফ্রেঞ্চ লিগে দুটি ম্যাচও খেলেছে পিএসজি। লিগের কোনো ম্যাচে এখনও দেখা যায়নি তাকে।

এদিকে মেসিকে মাঠে দেখতে অপেক্ষা করছে বিশ্বজুড়ে অগনিত ভক্তকুল। লিগের দ্বিতীয় ম্যাচে মাঠে না নামলেও সশরীরে খেলা দেখতে মাঠে এসেছিলেন মেসি।

ওই ম্যাচের পর পচেত্তিনো বলেছেন কোপা ফাইনালের পর মাত্র দুইদিন অনুশীলন করেছিলেন মেসি। পুরোপুরি ফিট হয়ে দলের সবার সাথে বোঝাপড়া তৈরি হওয়ার পরই অভিষেক হবে মেসির।

/এসএইচ

Exit mobile version