Site icon Jamuna Television

সেপ্টেম্বরে নয়, সাত কলেজের ফাইনাল পরীক্ষা অক্টোবরে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত সাত কলেজের ফাইনাল পরীক্ষার সময়সূচি অক্টোবর পর্যন্ত পেছানো হয়েছে।

আজ বুধবার (১৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মাকসুদ কামাল।

উপ-উপাচার্য ড. মাকসুদ কামাল যমুনা নিউজকে বলেন, পরীক্ষা পিছিয়েছে। সরকারি সাত কলেজের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর স্থগিত ও আটকে থাকা চূড়ান্ত পরীক্ষা নেয়া শুরু হবে আগামী অক্টোবর মাসে।

উল্লেখ্য, বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামালের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষের বৈঠকে প্রথমে সেপ্টেম্বরের ১ তারিখ থেকে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে স্নাতকে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে যারা তিন বিষয়ে অকৃতকার্য হয়েছিল তাদের শর্ত সাপেক্ষে পরবর্তী বর্ষে প্রমোশন দেয়ার সিদ্ধান্তও নেয়া হয়।

শিক্ষার্থীদের সশরীরেই এসব পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বলে নির্দেশ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

/এসএইচ

Exit mobile version