Site icon Jamuna Television

পর্নোগ্রাফি মামলায় রাজ কুন্দ্রার জামিন

শিল্পা ও তার স্বামী রাজ কুন্দ্রা। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা পর্নোগ্রাফি মামলায় জামিন পেয়েছেন। আজ বুধবার মুম্বাইয়ের হাইকোর্ট তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। ভারতের গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে।

তবে আগামি ২৫ আগস্ট এই মামলার পরবর্তী শুনানি হবে। রাজ কুন্দ্রাকে সেদিন আদালতে উপস্থিত থাকতে হবে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে প্রশাসনের সাইবার অপরাধ দমন শাখায় পর্ন তৈরি এবং কিছু অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া নিয়ে একটি মামলা হয়েছিল রাজ কুন্দ্রার বিরুদ্ধে। সেই মামলায় গত ১৯ জুলাই মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা গ্রেফতার করে রাজ কুন্দ্রাকে।

Exit mobile version