Site icon Jamuna Television

তালেবান প্রহরায় কাবুল ছাড়লেন ভারতীয় কূটনীতিকরা

কড়া পাহাড়ায় নিরাপদে কাবুল ছেড়েছেন ভারতীয় কূটনীতিকরা। ছবি: সংগৃহীত।

তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তান থেকে সশস্ত্র তালেবান সদস্যদের কড়া পাহাড়ায় নিরাপদে কাবুল ছেড়েছেন ভারতীয় কূটনীতিকরা। আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাওয়ার পরদিন এই ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা এই তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তালেবান অভ্যুত্থানের সময়ে প্রায় দেড়শ কূটনীতিক ও ভারতীয় নাগরিক অবস্থান করছিলেন কাবুলের ভারতীয় দূতাবাসে। তারা তখন আফগানিস্তান ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

এ সময়, রকেট লঞ্চার ও মেশিনগানের মতো ভারী অস্ত্রে সজ্জিত হয়ে সেখানে পৌঁছায় তালেবান সদস্যদের একটি দল। এরপর সেই তালেবান সদস্যরাই কড়া নিরাপত্তা প্রহরা দিয়ে ওই কূটনীতিকদের কাবুল বিমানবন্দরে পৌঁছে দেয়।

/এস এন

Exit mobile version