Site icon Jamuna Television

ই-অরেঞ্জের চিফ অপারেটিং অফিসার আমানউল্লাহ গ্রেফতার

ই-অরেঞ্জের চিফ অপারেটিং অফিসার আমানউল্লাহ।

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের চিফ অপারেটিং অফিসার আমানউল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। গুলশান থাকা পুলিশ তাকে গ্রেফতার করে।

এদিকে ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার (১৭ আগস্ট) ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানকে কারাগারে পাঠায় আদালত।

এর আগে তারা আইনজীবীর মাধ্যমে জামিনের জন্য আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন না মঞ্জুর করে তাদের দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

১৬ আগস্ট ই-অরেঞ্জের ‘প্রতারণার শিকার’ মো. তাহেরুল ইসলাম নামের একজন গ্রাহক মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে মাসুকুর রহমান, আমানউল্লাহ, বিথী আক্তার, কাউসার আহমেদ, সোনিয়া মেহজাবিনসহ আরও কয়েকজনকে আসামী করা হয়।

/এস এন

Exit mobile version