Site icon Jamuna Television

টয়লেটে যাওয়ার কথা বলে পুলিশের কাছ থেকে পালালো আসামি

সোনাইমুড়ী থানা, নোয়াখালী।

নোয়াখালী প্রতিনিধি:

ঢাকা থেকে দুই আসামি নিয়ে ফেরার পথে খাবার খেতে হোটেলে ঢুকে আসামিদের হারিয়েছে নোয়াখালীর সোনাইমুড়ী থানা পুলিশ। পুলিশের কাছে টয়লেটে যাওয়ার কথা বলে পালিয়ে যায় ধর্ষণ মামলার দুই আসামি মো. জুয়েল (২৪) ও মো. দেলোয়ার হোসেন (২৮)।

বুধবার (১৮ আগস্ট) মুন্সিগঞ্জের গজারিয়া এলাকার হাইওয়ে রোডের পাশে আল মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এই ঘটনা ঘটে। নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, আদালতের নির্দেশে বুধবার ধর্ষণ মামলার আসামি ও ভিকটিমকে ডিএনএ পরীক্ষার জন্য ঢাকার মালিবাগ সিআইডিতে নিয়ে যায় সোনাইমুড়ী থানা পুলিশ। ফেরার পথে গজারিয়ার হাইওয়ে এলাকায় আল মদিনা হোটেলে তারা দুপুরের খাবার খেতে নামেন। এ সময় আসামিরা টয়লেটে যাবেন বলে পুলিশকে জানান। পরে পুলিশ পাহারায় তারা টয়লেটে ঢোকেন। টয়লেটে ঢুকে আসামিরা একই কায়দায় দুইটি টয়লেটের জানালা ভেঙে পালিয়ে যায়।

এ বিষয়ে এসপি শহীদুল ইসলাম জানান, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। পাশাপাশি আসামিদের দায়িত্বে থাকা সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) জিসান আহম্মেদ, উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন শাহ, পিএসআই মিজানুর রহমান, কনস্টেবল আব্দুল কুদ্দুস ও নারী কনস্টেবল আসমা আক্তারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

/এস এন

Exit mobile version