Site icon Jamuna Television

বিএসএমএমইউ’র কোষাধ্যক্ষ পদে পুনর্নিয়োগ পেলেন অধ্যাপক আতিকুর রহমান

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর কোষাধ্যক্ষ হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন ও বক্ষব্যাধি (রেসপিরেটরি মেডিসিন) বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান।

আজ বুধবার (১৮ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে আগামী ৩ বছরের জন্য কোষাধ্যক্ষ পদে নিয়োগ প্রদান করেছেন।

কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ার পর অধ্যাপক ডা. মো আতিকুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার উপর যে আস্থা রেখেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রথমবারও যে দায়িত্ব দিয়েছিলেন সেটি আমি যথাযথভাবে পালনের চেষ্টা করেছি। আর্থিক শৃঙ্খলা আনার চেষ্টা করেছি।

এদিকে, পুনর্নিয়োগ পাওয়ায় ডা. আতিকুর রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন স্তরের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারিরা।

Exit mobile version