Site icon Jamuna Television

য়্যুভেন্টাসে গেলেন ইউরোর আবিষ্কার লোকাতেল্লি

ছবি: সংগৃহীত

ইউরোতে দুর্দান্ত পারফর্ম করা ইতালিয়ান মিডফিল্ডার ম্যানুয়েল লোকাতেল্লিকে দলে নিয়েছে য়্যুভেন্টাস।

আপাতত দুই মৌসুমের জন্য ধারে সাসুয়োলো থেকে ২৩ বছর বয়সী এই মিডফিল্ডারকে দলে নিয়েছে তুরিনের ক্লাবটি। তবে চুক্তি শেষে স্থায়ীভাবে এই ফুটবলারকে দলে নেবার সুযোগ থাকছে য়্যুভেন্টাসের সামনে। এতে বোনাস সহ প্রায় ৩৭.৫ মিলিয়ন ইউরো খরচ হবে য়্যুভেন্টাসের।

ইতোমধ্যেই তুরিনের ক্লাবটির মেডিকেল পরীক্ষায় পাশ করেছেন ২০১৮ সালে এসি মিলান থেকে সাসুয়োলোতে যোগ দেয়া লোকাতেল্লি। ক্লাব ও ফুটবলারের মধ্যে হয়েছে আনুষ্ঠানিক চুক্তিও।

ট্রান্সফার উইন্ডোর শুরুতে লোকাতেল্লির যাওয়ার গুজব শোনা গিয়েছিল ইংলিশ ক্লাব আর্সেনালে। সাসুয়োলোর চিফ এক্সিকিউটিভ জিওভান্নি কারনেভাল্লি গত জুন মাসে জানিয়েছিলেন, লোকাতেল্লির জন্য আর্সেনালের প্রস্তাব পেয়েছেন তারা। কিন্তু পরবর্তীতে লন্ডনের পরিবর্তে তুরিনকেই বেছে নেন লোকাতেল্লি।

Exit mobile version