Site icon Jamuna Television

নিউজিল্যান্ডের লকডাউন প্রভাব ফেলবে না কিউইদের বাংলাদেশ সফরে: বিসিবি

ছবি: সংগৃহীত

হঠাৎ করে করোনার সংক্রমণ দেখা দেয়ায় লকডাউন ঘোষণা করেছে নিউজিল্যান্ড। কিন্তু তাতে ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া কিউইদের সাথে বাংলাদেশের সিরিজে কোন শঙ্কা নেই, বলছে বিসিবি।

ছয় মাসের মধ্যে গত মঙ্গলবারই (১৯ আগস্ট) প্রথমবারের মতো করোনা রোগী শনাক্ত হয় নিউজিল্যান্ডে। এরপর বুধবার আরও ১০ জনের শরীরে মিলেছে করোনার সংক্রমণ। কোভিড-১৯ ভাইরাসের বিস্তার ঠেকাতে নিউজিল্যান্ডে লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট বাংলাদেশে আসার কথা নিউজিল্যান্ড ক্রিকেট দলের। বিসিবির বিশ্বাস, লকডাউনের কারণে ব্ল্যাকক্যাপদের বাংলাদেশ সফরে কোনো প্রভাব পড়বে না।

আগামী ১ থেকে ১০ সেপ্টেম্বর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

Exit mobile version