Site icon Jamuna Television

প্রতিশ্রুতি রক্ষা করছে না তালেবান: অভিযোগ আফগান টিভি উপস্থাপিকার

টিভি উপস্থাপিকা শবনম খান দাওরানকে তার অফিস থেকে বের করে দিয়েছে তালেবান।

তালেবান ক্ষমতা দখলের পর নারীদের চাকরী ও অন্যান্য কাজে বাধা দেবে না বলে প্রতিশ্রুতি দিলেও, সম্প্রতি কর্মস্থল থেকে বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন এক আফগান টিভি উপস্থাপিকা।

গতকাল বুধবার (১৮ আগস্ট) টুইটারে পোস্ট করা এক ভিডিও বার্তায় শবনম দাওরান নামের ওই উপস্থাপিকা বলেন, আমাকে অফিস ছেড়ে বাড়ি চলে যেতে বলেছিলো তালেবান সদস্যরা। গত মঙ্গলবার (১৭ আগস্ট) এর সংবাদ সম্মেলনে নারীরা শিক্ষা ও কাজের সুযোগ পাবে বলে জানিয়েছিলেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ, তাদের কথা বিশ্বাস করেছিলাম আমি।

শবনম আরও বলেন, গত ৬ বছর ধরে টেলিভিশনে সাংবাদিকতা করছি। তালেবানের নতুন নীতির কথা শুনে আশ্বস্ত হয়ে অফিসে গিয়েছিলাম। তবে তারা আমাকে কাজে যোগ দিতে দেয়নি। বলেন, তারা বলতে চায় আমি কাজের অনুমতি পাবো না, তারা আমাকে হুমকি দিয়ে বাড়ি চলে যেতে বলেছে। আমি বিশ্বের কাছে সাহায্য চাই, আমার জীবন ঝুঁকির মুখে।

/এসএইচ

Exit mobile version