Site icon Jamuna Television

সরকার গঠনের উদ্দেশ্যে হামিদ কারজাইয়ের সাথে বৈঠক শীর্ষ তালেবান নেতাদের

সরকার গঠন নিয়ে আলোচনায় সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই ও শীর্ষ তালেবান নেতারা।

ইসলামিক এমিরেটস অব আফগানিস্তানের সরকার গঠনে চলছে তোড়জোড়। তারই ধারাবাহিকতায় সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই’র সাথে সাক্ষাৎ করেছেন তালেবানের শীর্ষ নেতারা।

গতকাল বুধবার (১৮ আগস্ট) প্রকাশিত হয় আলোচিত এ বৈঠকের কিছু ছবি। যাতে, দেখা যায় আলোচনায় বসেছেন হাক্কানি নেটওয়ার্কের শীর্ষ নেতা আনাস হাক্কানি এবং বেশ কয়েকজন শীর্ষ তালেবান নেতা। রয়েছেন ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আবদুল্লাহও।

আফগানিস্তানের জাতীয় সমন্বয় পরিষদের পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে এ সময় দু’পক্ষের কথা হয়েছে। সরকার কাঠামো বা দায়িত্ব বণ্টনের ব্যাপারে কোন তথ্য এখনও প্রকাশ করেনি পরিষদ।

তবে, তালেবানের ইঙ্গিত বিদ্যমান পরিষদ এবং পূর্ণাঙ্গ ইসলামিক শরিয়াহ অনুযায়ী গঠিত হবে ইসলামিক এমিরেটস অব আফগানিস্তানের সরকার। যার নেতৃত্বে থাকবেন সর্বোচ্চ নেতা হেবায়েত উল্লাহ আখুনজাদা। এছাড়া, তালেবান সদস্যরা পাবেন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

/এসএইচ

Exit mobile version