Site icon Jamuna Television

সড়কে দাঁড়িয়েছিল ছেলেটি, চাপা দিয়ে চলে গেল বাস

সাভার প্রতিনিধি:

ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাসচাপায় মনোয়ার হোসেন (১৮) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছ। আজ সোমবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই কালামপুর বাস স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ধামরাই ভালুম আতাউর রহমান স্কুল এন্ড কলজের এইচএসসি পরীক্ষার্থী মনোয়ার হোসেন ঢাকা আরিচা মহাসড়কের কালামপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল। এসময় মহাসড়ক দিয়ে যাওয়া জনসেবা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয় যায়।

পথচারীরা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অন্যদিকে আজ ভোরে ধামরাই কাওয়ালীপাড়া এলাকায় ট্রাক উল্টে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। ধামরাই থানার অফিসার ইনচাজ রিজাউল হক জানান, মৃতদেহ দু’টি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাস ও তার চালকে আটকের চেষ্টা চলছে।

Exit mobile version