Site icon Jamuna Television

সুন্দরবনে হরিণের মাংস ও মাথা উদ্ধার, আটক ১

গতকাল রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোনের সিজি আউটপোস্ট নলিয়ান এর একটি টহল দল খুলনা জেলার দাকোপ থানার কালাবগি খাল সংলগ্ন মুচির দোয়ানি এলাকায় অভিযান পরিচালনা করে হরিণের মাংস ও মাথা উদ্ধার করেছে। এ ঘটনায় শামীম মিস্ত্রী নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে।

অভিযানে ৫০ কেজি হরিণের মাংস  ও হরিণের ২টি মাথা এবং ইঞ্জিন চালিত ১টি বোটসহ ১টি দেশীয় নৌকা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামাল, হরিণের মাংস ও মাথা নলিয়ান ফরেস্ট অফিসে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, চোরাচালান নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি বন্য পশু-পাখি রক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে।

 

Exit mobile version