Site icon Jamuna Television

ই-অরেঞ্জের সিওও আমানউল্লাহকে কারাগারে পাঠানোর নির্দেশ

ই-অরেঞ্জের চিফ অপারেটিং অফিসার আমানউল্লাহ।

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের বিরুদ্ধে এক হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার আমানউল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আবু বক্কর সিদ্দিক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গুলশান থানায় করা প্রতারণার মামলায় তাকে আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তে তার দশ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পরে আদালত ২৩ আগস্ট রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন।

বুধবার (১৮ আগস্ট) রাতে গুলশান এলাকা থেকে আমানউল্লাহকে গ্রেফতার করে পুলিশ। প্রতারণার অভিযোগ এনে ই-অরেঞ্জের বিরুদ্ধে মঙ্গলবার মামলা করেন ভুক্তভোগী মো. তাহেরুল ইসলাম। এ মামলায় ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমান এখন কারাগারে।

/এস এন

Exit mobile version