Site icon Jamuna Television

যমুনা টিভির অনুসন্ধানী প্রতিবেদনের পর ডিএসসিসি’র পরিচ্ছন্নতাকর্মী চাকরিচ্যুত

দুর্নীতির দায়ে ডিএসসিসি'র পরিচ্ছন্নতাকর্মী চাকরিচ্যুত।

অনিয়ম দুর্নীতির প্রমাণ মেলায় ঢাকা দক্ষিণের ২৬ নাম্বার ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মী মো. আব্দুল লতিফকে চাকরিচ্যুত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন থ্রি সিক্সটি ডিগ্রির অনুসন্ধানী প্রতিবেদনে লতিফের অনিয়ম ও দুর্নীতির বিভিন্ন চিত্র উঠে আসে। প্রতিবেদনে দেখা যায় তিনি ঠিকা ও বিনামূল্যে সরবরাহকৃত হাতগাড়ি বিক্রি এবং বাসা বরাদ্দের নামে পরিচ্ছন্নতাকর্মীদের থেকে অর্থ হাতিয়ে নেন।

এছাড়া তিনি নিজ পরিবারের সদস্যদের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োগ দিতে বাধ্য করেন। তার অবৈধ সম্পদের তথ্যও উঠে আসে যমুনা টেলিভিশনের প্রতিবেদনে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আব্দুল লতিফের চাকরিচ্যুতির ব্যাপারে ১৯ আগস্ট দফতর আদেশ জারি করে।

Exit mobile version