Site icon Jamuna Television

তালেবানবিরোধী বিক্ষোভে ফের গুলি, নিহত ২

তালেবানবিরোধী বিক্ষোভে ফের গুলি, নিহত ২

ছবি: সংগৃহীত

আফগানিস্তানে ছড়িয়ে পড়ছে তালেবান বিরোধী বিক্ষোভ-প্রতিবাদ। বৃহস্পতিবার আসাদাবাদে গোলাগুলিতে প্রাণ হারান কমপক্ষে ২ জন।

তালেবানের কঠোর প্রহরার মধ্যেই দেশের স্বাধীনতা দিবস উদযাপনে রাস্তায় নেমেছিলেন অনেকে। বিশাল পতাকা নিয়ে তালেবান বিরোধী শ্লোগান দেন বিক্ষোভকারীরা। তাদের দমনেই এলোপাতাড়ি গুলি ছোঁড়া শুরু করে তালেবান সদস্যরা। হুড়োহুড়িতে অনেকে পদদলিত হন। জালালাবাদেও স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করায় ছোঁড়া হয় গুলি। সেখানে, শিশুসহ গুরুতর আহত দু’জন।

রাজধানী কাবুলেও পতাকা নিয়ে বিচ্ছিন্ন কিছু প্রতিবাদ-মিছিল হয় তালেবানের বিরুদ্ধে। যোগ দেন নারীরাও। আফগানিস্তানে শাসন প্রতিষ্ঠার পর, বুধবার প্রথম জালালাবাদ থেকে নারীরা শুরু করেন তালেবানের বিরুদ্ধে বিক্ষোভ। গোলাগুলিতে হতাহত হন কমপক্ষে ১৬ জন।

এনএনআর/

Exit mobile version