
ছবি: সংগৃহীত
বৃষ্টি আর উজানের ঢলে দেশের প্রধান নদ-নদীর পানি বাড়ছে। তিস্তার পানিতে প্লাবিত হয়েছে লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার নিম্নাঞ্চল।
পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৭ হাজার পরিবার। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। বানের পানিতে ডুবে গেছে রোপা আমনের চারাসহ সবজি ক্ষেত। কোথাও কোথাও দেখা দিয়েছে নদী ভাঙন। এদিকে ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে মধ্যাঞ্চলেও নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে পদ্মার পানিতে। শরীয়তপুরের সুরেশ্বর পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।
এনএনআর/



Leave a reply