Site icon Jamuna Television

প্রাণ বাঁচাতে কাঁটাতারের ওপর দিয়ে শিশুদের পার করছেন আফগান অভিভাবকরা

প্রাণ বাঁচাতে উঁচু দেয়াল আর কাঁটাতারের ওপর দিয়ে পার করা হচ্ছে আফগানিস্তানের শিশুদের।

বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়েছে কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রাণ বাঁচাতে উঁচু দেয়াল আর কাঁটাতারের ওপর দিয়ে পার করা হচ্ছে শিশুদের। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের খবর।

এসব দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মূল ফটকের দখল তালেবানের হাতে থাকায় বিকল্প পথেই বিমানবন্দর এলাকায় প্রবেশ করছেন আফগানরা। অনেক উঁচু দেয়াল আর কয়েক স্তরের কাঁটাতারের বেড়া তোয়াক্কা না করেই সন্তানদের মার্কিন সেনাদের হাতে তুলে দিচ্ছেন অভিভাবকরা।

এর মাঝেই দফায়-দফায় গোলাগুলির ঘটনা সৃষ্টি করেছে নৈরাজ্য। অনেকের অভিযোগ, দেশত্যাগে বাধা দিতে এয়ারপোর্ট এলাকায় গুলি ছুঁড়ছে তালেবান। পথে পথে চেকপয়েন্ট বসিয়েছে। আবার অনেকের দাবি, মানবঢল মোকাবেলায় ফাঁকা গুলি ছুঁড়ছে ন্যাটো সেনারা।

Exit mobile version