Site icon Jamuna Television

মেক্সিকোতে হারিকেন গ্রেসের আঘাত, জরুরি অবস্থা জারি

হারিকেন গ্রেসের আঘাতে লণ্ডভণ্ড মেক্সিকো। ছবি: সংগৃহীত

শক্তিশালী হারিকেন গ্রেসের আঘাতে লণ্ডভণ্ড মেক্সিকো। বৃহস্পতিবার (২০ আগস্ট) ইউকাটান উপদ্বীপে আঘাত হানে ক্যাটাগরি ১ এর ভয়াবহ এ ঝড়।

বাতাসের তোড়ে ভেঙে গেছে বেশ কিছু বাড়িঘর ও স্থাপনা। গাছপালা উপড়ে বন্ধ হয়ে গেছে যাতায়াত ব্যবস্থা। বিদ্যুৎহীন বেশ কিছু এলাকার বাসিন্দা। ঝড়ের প্রভাবে এরই মধ্যে শুরু হয়েছে তীব্র বৃষ্টিপাত। ইউকাতান ও আশপাশের এলাকায় সর্বোচ্চ ১২ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

রাস্তাঘাট ডুবে সৃষ্টি হয়েছে আকস্মিক বন্যা পরিস্থিতি। বৈরী আবহাওয়া বিবেচনায় বন্ধ করে দেয়া হয়েছে বেশ কিছু পর্যটক এলাকা। প্রাণহানি এড়াতে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে কমপক্ষে তিনশ বাসিন্দাকে। জারি করা হয়েছে জরুরি অবস্থা। ইউটানে আঘাত হানার পর শক্তিশালী এ ঝড়টি এগিয়েছে তুলুম উপদ্বীপের দিকে।

Exit mobile version