Site icon Jamuna Television

টাঙ্গাইলে বিষাক্ত মদপানে তিন যুবকের মৃত্যু

টাঙ্গাইলে বিষাক্ত মদপানে তিন যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের দেলদুয়ারে বিষাক্ত মদপানে তিন যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত দেড়টায় ওই তিন যুবকের মৃত্যু হয়।

নিহতরা হচ্ছেন- উপজেলার পাচ এলাসিন গ্রামের জুলহাস মিয়ার ছেলে মোহাম্মদ নাসিম মিয়া (২২), বাবুল মিয়ার ছেলে মো. পারভেজ (৩৪) ও কাশেম মিয়ার ছেলে মোহাম্মদ আক্কাস (২৩)।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গতরাতে উপজেলার পাচ এলাসিন গ্রামের নাসিম মিয়া, পারভেজ ও মোহাম্মদ আক্কাস স্থানীয়ভাবে তৈরি মদ পান করে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাদের নেয়া হয় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

এনএনআর/

Exit mobile version