Site icon Jamuna Television

বিয়ের আসর থেকে বর গ্রেফতার!

কলম্বিয়ার এক বিয়ের অনুষ্ঠান থেকে বর গ্রেফতার। ছবি: সংগৃহীত

বিয়ের আসর থেকে বর গ্রেফতার। এমনই নাটকীয় ঘটনার অবতরণ হলো কলম্বিয়ার অ্যান্টিয়োকুইয়া প্রদেশের এক বিয়ের অনুষ্ঠানে।

পরে জানা যায় আসল ঘটনা। বর ছিলেন মূলত একজন মাদক চোরাকারবারি। গ্রেফতার এড়াতে লুকিয়ে ছিলেন পাহাড়ি এলাকা অ্যান্টিয়োকুইয়াতে। তাকে গ্রেফতার করতে চার বছর হন্যে হয়ে খুঁজছিল নিরাপত্তা রক্ষাকারী বাহিনী। এবার বিয়েই যেন কাল হয়ে দাঁড়ালো লুইস ড্যানিয়েল নামের ওই ব্যক্তির জন্য।

বিয়ে উপলক্ষে আত্মগোপন থেকে বেরিয়ে আসেন তিনি। আর এ খবর পৌঁছে যায় পুলিশের কাছে। দল বেঁধে হাজির হয়ে যায় একেবারে বিয়ের আসরে। আনুষ্ঠানিকতার ঠিক কয়েক মুহূর্ত আগে গির্জার গিয়ে গ্রেফতার করে ওই ব্যক্তিকে। টেনে হিঁচড়ে নিয়ে যায় আসামি বরকে। শেষ পর্যন্ত আর বিয়ে পণ্ড হয়ে যায় ড্যানিয়েলের।

Exit mobile version