Site icon Jamuna Television

জাকি আনওয়ারি: বিমান থেকে ছিটকে পড়া এক আফগান ফুটবলার

ছবি: সংগৃহীত

আফগানিস্তানে মার্কিন উড়োজাহাজ থেকে ছিটকে পড়ে মারা যাওয়াদের মধ্যে একজন হচ্ছেন অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দলের সদস্য জাকি আনওয়ারি। জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান।

অনেকেই জাকি আনওয়ারির স্মৃতিচারণ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবি: সংগৃহীত

সোমবার কাবুল বিমানবন্দরে দেশ ছাড়তে মার্কিন সামরিক উড়োজাহাজে ওঠার চেষ্টা করে সেখানকার হাজারো মানুষ। বিমানবন্দরে উড়োজাহাজে উঠতে না পারলেও এর চাকায় ধরে ঝুলে থাকার চেষ্টা করেছেন অনেকে। এরপর উড়োজাহাজ আকাশে উড়লে চাকা থেকে ছিটকে পড়তে দেখা যায় কয়েকজনকে। এদের মধ্যে একজন ছিলেন জাকি আনওয়ারি। কাবুলে তার খন্ডিত অংশ পড়লেও বাকী অংশ আটকে ছিলো বিমানের চাকার সাথে। কাতারে অবতরণের পর দেহাবশেষটি উদ্ধার করা হয়।

আফগান সংবাদ সংস্থা আরিয়ানা গত বৃহস্পতিবার (১৯ আগস্ট) নিশ্চিত করেছে, ইউএসএএফ বোয়িং সি-১৭ থেকে ছিটকে পড়াদের মধ্যে ছিলেন ১৯ বছর বয়সী তরুণ ফুটবলার জাকি আনওয়ারি।

Exit mobile version