আজ ১০ ই মহররম, পবিত্র আশুরা। কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনার দিনটি মুসলমানদের কাছে তাৎপর্যপূর্ণ। ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে দিনটি পালন করা হয় মুসলিম বিশ্বে।
করোনা মহামারির কারণে গত বছরের মতো এবারও স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সকল আনুষ্ঠানিকতা পালনের নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। মূল আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে পুরান ঢাকার হোসেনী দালানে। সেখানেই শিয়া সম্প্রদায় তাজিয়া মিছিলসহ সকল আনুষ্ঠানিকতা শেষ করবেন। এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বিশেষ মোনাজাত, দোয়া মাহফিল ও কোরআনখানি।
হিজরি ৬১ সনের ১০ মহররম এই দিনে মহানবী হযরত মুহম্মদের (স.) দৌহিত্র হযরত ইমাম হুসেইন (রা.), তার পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে তাদের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে রয়েছে।
এনএনআর/

