
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। ফাইল ছবি
পবিত্র আশুরা সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে অনুপ্রেরণা যোগায়। এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। পবিত্র আশুরা উপলক্ষে বাণীতে তিনি এ মন্তব্য করেন।
জি এম কাদের বলেন, ত্যাগ ও শোকের প্রতীক পবিত্র আশুরা আমাদের উদ্বুদ্ধ করে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রাম করতে। ইসলামের সুমহান আদর্শ সমুন্নত রাখতে কারবালার ত্যাগ সমুজ্জ্বল হয়ে আছে।কারবালায় মহানবী (স.) এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.) ও তার পরিবারের সদস্যসহ সেদিন শাহাদাত বরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।
জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, ইসলামের সুমহান আদর্শে হানাহানি, হিংসা, বিদ্বেষ বা বিভেদের কোন স্থান নেই। শোকাবহ এই দিনে দুর্নীতি ও দুঃশাসন মুক্ত ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার সংগ্রামে সকলকে আহবান জানান তিনি।
এনএনআর/



Leave a reply