আফগানিস্তান পুনর্গঠনে চীন ভূমিকা রাখতে পারে: তালেবান মুখপাত্র

|

তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন। ছবি: সংগৃহীত

আফগানিস্তান পুনর্গঠনে চীন ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন তালেবান মুখপাত্র সুহাইল শাহিন।

গতকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিজিটিএনকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তালেবানের এই মুখপাত্র। খবর রয়টার্সের।

রয়টার্স বলছে, গত সপ্তাহে কাবুলের পতনের আগে থেকেই চীনের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে তালেবান। গত মাসেই চীনের বন্দর শহর তিয়ানজিনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে দেখা করেছে তালেবানের এক প্রতিনিধি দল। আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে আসার পর দেশটির দিকে চীন নজর দেবে বলে ধারণা বিশ্লেষকদের।

তবে আফগানিস্তানে চীনের সহায়তা পেতে কট্টরপন্থী নীতির পরিবর্তন করতে হবে তালেবানকে। গত মাসে সংগঠনটির প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইও এমন ইঙ্গিতই দেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply