Site icon Jamuna Television

কাবুলের আকাশে মার্কিন যুদ্ধবিমান

ছবি: সংগৃহীত

কাবুল বিমানবন্দরকে নিরাপদ ও খোলা রাখার জন্য কাজ করছে মার্কিন বাহিনী। এবং মার্কিন বাহিনীর সুরক্ষা নিশ্চিতে কাবুলের আকাশে টহল দিচ্ছে মার্কিন বিমানবাহিনী ও নেভির যুদ্ধবিমান।

কাবুল দখলে নিয়েছে তালেবান। এরপর থেকেই আফগানিস্তান ছেড়ে যাচ্ছেন সরকারি ও মার্কিন বাহিনীকে সহযোগিতা করা আফগানরা। মিলিটারি টাইমস জানিয়েছে, তাদের নিরাপত্তা দিতেই কাবুলের আকাশে টহল দিচ্ছে মার্কিন বিমানবাহিনী।

পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে, আফগানিস্তান থেকে লোকজনকে সরিয়ে নেয়ার জন্য যুক্তরাষ্ট্রের যে অভিযান অব্যাহত আছে, তার নিরাপত্তা নিশ্চিত করতেই কাবুলের আকাশে মার্কিন যুদ্ধবিমান উড়ছে।

আক্রমণ এবং হেলিকপ্টার উত্তোলনের জন্য মার্কিন বিমান বাহিনীর সাথে নেভি এভিয়েশন স্কোয়াড্রনের বেশ কিছু যুদ্ধবিমান নিয়োজিত রাখা হয়েছে কাবুলে, জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র জন কিরবি। সংবাদ সম্মেলনে কিরবি বলেন, মার্কিন যুদ্ধবিমানগুলো কাবুল শহরের নিরাপত্তা পরিস্থিতির দিকে নজর রাখছে। যেকোনো হুমকি থেকে আমাদের লোকজন ও অভিযানের সুরক্ষা নিশ্চিত করতেই মার্কিন যুদ্ধবিমানগুলো কাজ করছে।

Exit mobile version