মারা গেছেন বিশিষ্ট সংগীত শিল্পী পিলু ভট্টাচার্য। বৃহস্পতিবার রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। কয়েকদিন আগেই বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এ শিল্পী। বৃহস্পতিবার রাতে ফের বুথে ব্যথা শুরু হয় তার। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় শিল্পীর। খবর সংবাদ প্রতিদিনের।
পিলু ভট্টাচার্যের ছেলে ঋতর্ষি ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় বাবার মৃত্যুর সংবাদ দিয়ে লেখেন, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমার বাবা পিলু ভট্টাচার্য আজ আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তার আত্মার শান্তি কামনা করুন।
শিল্পীর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন বাংলার শিল্পীরা। পিলু ভট্টাচার্যের মৃত্যুতে শোকপ্রকাশ করে সংগীত শিল্পী জোজো লিখেছেন, পিলু এটা ঠিক হল না বন্ধু।
অন্যদিকে, পরিচালক রিঙ্গো লিখেছেন, ওপারে তোমার সঙ্গে দেখা হবে।
উত্তর কলকাতাতেই বড় হয়েছেন পিলু ভট্টাচার্য। ক্যারিয়ারের শুরুটা অবশ্য স্ট্রাগলের মধ্যে দিয়ে কেটেছে। সিনেমার পাশাপাশি মৌলিক গানের অ্যালবামে জনপ্রিয়তা অর্জন করেছিলেন পিলু ভট্টাচার্য। ২০০৭ সালে তার ‘রাধামাধব’ অ্যালবাম জনপ্রিয়তা পেয়েছিল। বিশেষ করে প্যারোডি গান ও মজার গানের জন্য খ্যাত তিনি। তারপর নিজেই গান লিখতে শুরু করেন তিনি।
এনএনআর/

