Site icon Jamuna Television

জয়া খুব উঁচু দরের অভিনেত্রী: ঋত্বিক

ছবি: সংগৃহীত

ভারতের প্রখ্যাত অভিনেতা ঋত্বিক চক্রবর্তী দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, জয়া খুব উঁচু দরের অভিনেত্রী।

ভারতের পশ্চিমবঙ্গভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। শুক্রবার (২০ আগস্ট) সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে।

সাক্ষাৎকার থেকে জানা যায়, জয়ার সাথে ঋত্বিক একটি শর্ট ফিল্মে কাজ করেছেন। সেখানে পরস্পরের সম্পর্কে জানাশোনা হয়েছে দুজনেরই।

ঋত্বিক বলেন, ইন্দ্রনীল রায় চৌধুরীর শর্ট ফিল্ম ‘ভালবাসার শহর’ এর একটি দৃশ্য ছিল দুজনের। অভিনেতা হিসেবে যখন করা হয় তখন আলাদা করে রসায়নের বিষয় মাথায় রাখা হয় না। চিত্রনাট্য, মুহূর্ত সব মিলিয়ে হয়তো পুরো বিষয়টা জমাট বাঁধে।

ঋত্বিক আরও বলেন, শিল্পী ভালো হলে তারা হয়তো আরও পরত যোগ করেন দৃশ্যে। জয়াকে খুব উঁচু মানের অভিনেত্রী হিসেবে জানি বলেই বলছি, ‘বিনিসুতোয়’ ওকে ভাল লাগবে।

Exit mobile version