Site icon Jamuna Television

দক্ষিণ কেরাণীগঞ্জে শিশু গণধর্ষণ মামলার চার আসামি গ্রেফতার

ছবি: প্রতীকী।

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় এক শিশুকে গণধর্ষণ মামলার চার আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার বিকালে থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‍্যাব-১০। আসামিরা হলো- শুভ, ইসমাইল, মুন্না ও আখের খান। সবার বয়স ১৯ থেকে ২২ বছরের মধ্যে। তাদের কাছ থেকে ৩টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।

র‍্যাব জানায়, ধর্ষক শুভ পরিকল্পনা করে প্রেমের ফাঁদে ফেলে ১৩ বছরের ওই শিশুকে। গতকাল কেরাণীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে তারা। মেয়েটি অসুস্থ হয়ে পড়লে ধর্ষণকারীরা পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্বজনরা। এ ঘটনায় ধর্ষণ মামলা দায়ের করে ভুক্তভোগীর পরিবার।

এনএনআর/

Exit mobile version