Site icon Jamuna Television

শেষ টেস্টে মুখোমুখি আজ ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান

ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজের ২য় ও শেষ টেস্টে আজ মুখোমুখি হবে দুই দল। কিংসটনে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে খেলা।

প্রথম ম্যাচে নাটকীয়ভাবে ১ উইকেটের জয়ে এগিয়ে রয়েছে ক্যারিবীয়রা। এই টেস্ট ড্র হলেই সিরিজ নিশ্চিত করবে স্বাগতিকরা। বিপরীতে সিরিজে হার এড়াতে জয়ের বিকল্প নেই পাকিস্তানের সামনে।

জয় পেলেও এই ম্যাচে একাধিক পরিবর্তন আসতে পারে উইন্ডিজ দলে। কাইরন পাওয়েলের বদলে দলে দেখা যেতে পারে শাই হোপকে। এছাড়া জোমেল ওয়ারিকানের পরিবর্তে একাদশে ফিরতে পারেন চিমার হোল্ডার অথবা আলজারি জোসেফ।

পাকিস্তান দলেও দেখা যেতে পারে একটি পরিবর্তন। ইয়াসির শাহ’র পরিবর্তে দলে থাকতে পারেন নোমান আলী।

Exit mobile version