Site icon Jamuna Television

হুবহু কাভানির মতো দেখতে!

কোনটা কাভানি আর কোনটা রুবেন, আলাদা করা বেশ কঠিন। ছবি: সংগৃহীত

এডিনসন কাভানি উরুগুয়ের ক্লাব পেনারোলে যোগ দিয়েছেন। এমন খবরে কিছুটা অবাক হতে পারেন যে কেউই।

পেনারোল নতুন খেলোয়াড় চুক্তিবদ্ধ করেছে ঠিকই, তবে কাভানিকে নয়। হুবহু কাভানির মত দেখতে রুবেন বেন্টানকোর্টকে দলে ভিড়িয়েছে তারা। কোপা সুদামেরিকানা ও স্থানীয় লিগের জন্য উরুগুইয়ান ক্লাবটি চুক্তি করেছে ২৮ বছর বয়সী রুবেনের সাথে।

ছবি: সংগৃহীত

২৭ বছর বয়সী রুবেন বেন্টানকোর্ট দেখতে অনেকটাই একই দেশের তারকা ফুটবলার এডিনসন কাভানির মতো। কাকতালীয়ভাবে এই দুই ফুটবলারের জন্ম উরুগুয়ের শহর সালতোতে। শুধু তাই না, কাভানির মতো রুবেনও একজন ফরোয়ার্ড।

Exit mobile version