Site icon Jamuna Television

নওগাঁয় পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির মানববন্ধন পালন

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ.

ছয় দফা দাবি আদায়ের লক্ষে নওগাঁয় মানববন্ধন পালন ও স্মারক লিপি প্রদান করেছে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি।

সোমবার (আজ) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিস চত্বরে এই মানববন্ধন পালন করেন তারা।

মানববন্ধনকারীরা চলমান নিয়োগবিধির কাজ দ্রুত সম্পন্ন করে পদোন্নতিসহ ছয়দফা দাবি তুলে ধরেন। পরে তারা একটি স্মারক লিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির নওগাঁ জেলা শাখার সভাপতি আতিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়েদ সরকার, কোষাধ্যক্ষ মোরশেদা প্রমূখ। এছাড়া নওগাঁ সদর উপজেলায় পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যান সহকারীরা অংশ নেন।

Exit mobile version