Site icon Jamuna Television

তালেবানের বিরুদ্ধে নির্যাতন ও হত্যার অভিযোগ

ছবি: সংগৃহীত

কাবুলের নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাওয়ার পর আফগানিস্তান ছেড়ে পালাতে থাকে অসংখ্য মানুষ। ন্যাটো ও আফগানিস্তানের সরকারকে সহযোগিতা করায় বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়ায় তালেবানের বিরুদ্ধে অভিযোগ ওঠে জাতিসংঘের নথিতে। এবার বর্বর নির্যাতন করে আফগানিস্তানের সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের কয়েকজন মানুষকে হত্যার অভিযোগ উঠেছে তালেবানের বিরুদ্ধে। অভিযোগটি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।

আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম জাতিগোষ্ঠী হাজারা সম্প্রদায়ের মানুষ শিয়া মতাদর্শে বিশ্বাসী। এজন্য দীর্ঘদিন ধরেই আফগানিস্তান এবং পাকিস্তানে বৈষম্য এবং নিপীড়নের শিকার হয়ে আসছে তারা। কেননা এই দুটি দেশই সুন্নি সংখ্যাগরিষ্ঠ। বৃহস্পতিবার (১৯ আগস্ট) প্রকাশিত অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, ৪ থেকে ৬ জুলাই গজনি প্রদেশের মালিস্তান জেলায় ৯ হাজারাকে হত্যা করা হয়। গজনিতে যা ঘটেছে তা তালেবান শাসনের ‘ভীতিকর নির্দেশক’।

গ্রামবাসী জানিয়েছে, সরকারি বাহিনী এবং তালেবান যোদ্ধাদের মধ্যে লড়াই তীব্র হলে তারা পাহাড়ি অঞ্চলে পালিয়ে যায়। তালেবান যোদ্ধারা তাদের ঘরবাড়িতে লুটপাট চালায়।

বিবিসির প্রতিবেদন বলছে, পৃথক একটি ঘটনায় কিছু মানুষ নিজেদের গ্রামে যাওয়ার জন্য মুন্দারাখত অতিক্রম করার সময় হামলার শিকার হয়। ছয়জনকে গুলি করে হত্যা করা হয়। কয়েকজনকে মাথায় গুলি করা হয়। আর তিনজনকে হত্যা করা হয় নির্যাতন করে।

Exit mobile version