Site icon Jamuna Television

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ, ৫ম শ্রেণির দুই ছাত্র গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামে নয় বছর বয়সী এক বাক প্রতিবন্ধীকে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার দুপুরে চুয়াডাঙ্গা সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। মামলার দুই আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ ।

গ্রেফতারকৃতার হলো, সদর উপজেলার মনিরামপুর গ্রামের দুলালের ছেলে আবির হাসান আশিক (১০) ও একই গ্রামের আশাদুলের ছেলে সিহাব ওরফে সৌরভ (১১)। তারা দুজনই একটি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেনির ছাত্র।

ধর্ষিতার মায়ের অভিযোগ, রোববার বিকেলে তার নয় বছর বয়সী বাকপ্রতিবন্ধী মেয়েকে ফুসলিয়ে বাড়ির পাশের একটি পরিত্যক্ত গুদাম ঘরে নিয়ে যায় অভিযুক্ত আশিক ও সৌরভ। সেখানে নিয়ে গিয়ে ওই শিশুকে পাশবিক নির্যাতন করে তারা। পরে ওই শিশু অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে গিয়ে ঘটনাটি পরিবারকে জানালে পরিবারের লোকজন রাতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে দুই জনকে আসামী করে মামলা দায়ের করেছে। মামলার দুই আসামীকেই গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Exit mobile version