Site icon Jamuna Television

বৃদ্ধাশ্রমের পুকুরে স্ত্রীর লাশ, স্বামী পলাতক

দেলদুয়ার থানা, টাঙ্গাইল।


টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের দেলদুয়ার  উপজেলার আটিয়া ইউনিয়নের আটিয়া গ্রামে আটিয়া বৃদ্ধাশ্রমের পুকুর থেকে ভানু (৫০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে ওই নারীর স্বামী আফাজ উদ্দিন পলাতক রয়েছেন।

শুক্রবার (২০ আগস্ট) সকালে বৃদ্ধাশ্রমের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সরেজমিনে গিয়ে জানা যায়, স্বামী আফাজ উদ্দিন আটিয়া বৃদ্ধাশ্রমে বাগান পরিচর্চার কাজ নিলে স্বামীর সাথে থাকতেন ভানু বেগম। বৃদ্ধাশ্রমের পুকুরে ভানু বেগমের মরদেহ ভাসতে দেখে কেয়ারটেকার আজিজ স্থানীয় ইউপি সদস্য মো. জয়নাল আবেদীনের সহযোগীতায় পুলিশকে অবহিত করলে পুলিশ মহদেহ উদ্ধার করে। তবে ঘটনার পর থেকেই স্বামী আফাজ উদ্দিন পলাতক রয়েছেন।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে বিস্তারিত জেনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এস এন

Exit mobile version