Site icon Jamuna Television

প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, নারীসহ গ্রেফতার ২

প্রেমের ফাঁদে ফেলে ব্লাকমেইল, নারীসহ দু'জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেয়ার দায়ে একটি সংঘবদ্ধ চক্রের এক নারীসহ দু’জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, শাহীনা বেগম শিলা এবং তার সহযোগী আব্দুল মোমিন।

শুক্রবার (২০ আগস্ট) বিকেলে মহানগর গোয়েন্দা কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার এ তথ্য জানান।

তিনি বলেন, বিভিন্ন সময় অনেককে প্রেমের ফাঁদে ফেলে অপ্রীতিকর ছবি আর ভিডিও ধারণ করে টাকার জন্য ব্ল্যাকমেইল করতো তারা। টাকা না দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছড়িয়ে দেয়ার ভয়ও দেখাতো। চক্রটির বাকি সদস্যদের গ্রেফতারে সাড়াশি অভিযান চলছে।

ইউএইচ/

Exit mobile version