Site icon Jamuna Television

যুবকের লাল গামছায় রক্ষা পেল পঞ্চগড় এক্সপ্রেস

এই গামছাটি দেখিয়ে ট্রেনটিকে থামার সংকেত দেন যুবক।

জয়পুরহাট প্রতিনিধি:

রেললাইন দিয়ে হাঁটছিলেন এক যুবক আর তার ভাতিজা। হঠাৎ তারা দেখলেন রেল লাইন ভাঙা। আর এদিকে দ্রুতগতিতে ছুটে আসছে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেন। নিশ্চিত দুর্ঘটনার আশঙ্কা দেখে যুবক গলায় জড়ানো লাল গামছা উড়িয়ে সংকেত দিতে শুরু করলেন। সংকেত দেখে থামলো ট্রেন। কোনোরকমে বড় এক দুর্ঘটনা থেকে রক্ষা পায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন। ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পান ট্রেনের যাত্রীরা।

শুক্রবার (২০ আগস্ট) সকালে এমনই এক ঘটনা ঘটেছে জয়পুরহাটের পাঁচবিবি রেল স্টেশনের অদূরে কোকতারা এলাকায়। ট্রেনকে দুর্ঘটনার হাত থেকে বাঁচানো যুবকের নাম শফিকুল।

ট্রেন চালক (লোক মাস্টার) শাহ আলম বলেন, প্রায় ৮ ইঞ্চি ভেঙ্গে যাওয়া রেল-লাইন দিয়ে ট্রেনটি ৮০ কি.মি. গতিতে চলতে গেলে দুর্ঘটনার সম্ভাবনা ছিল। স্থানীয় যুবকের বুদ্ধিমত্তায় বড় ধরনের দুর্ঘটনা থেকে যাত্রীরা রক্ষা পান।

শফিকুল বলেন, সকালে রেল-লাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ভাতিজা নাজির রেল-লাইন ভাঙা দেখে আমাকে জানায়। এ সময় ঘাড়ের লাল গামছা উড়িয়ে ট্রেনটি থামাতে সক্ষম হই।

পাঁচবিবি স্টেশন মাস্টার আব্দুল আওয়াল বলেন, ভাঙা রেল-লাইনের অংশটুকু মেরামত করার ২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, মাঝ মাঝে রেল লাইন চেক করা দরকার কিন্তু রেলের লোকজন তা করে না বলেই দুর্ঘটনা ঘটে।

/এস এন

Exit mobile version