Site icon Jamuna Television

কুড়িগ্রামে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন-এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই মতবিনিময়ের আয়োজন করে জেলা প্রশাসন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) রফিকুল ইসলাম সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আলিয়া ফেরদৌস, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এ্যাড. আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব প্রমুখ।

মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসকের সাথে কুড়িগ্রাম জেলা ইতিহাস-ঐতিহ্য,সংস্কৃতি,সমস্যা-সম্ভাবনা নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীগণসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Exit mobile version