Site icon Jamuna Television

৪০ পাদ্রির বিরুদ্ধে সমকামিতার অভিযোগ

ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান কেন্দ্র ও পোপের কার্যালয় ভ্যাটিকানে ৪০ জন পাদ্রির বিরুদ্ধে সমকামিতার অভিযোগ সম্বলিত ১২ শত পাতার প্রতিবেদন পাঠিয়েছেন এক পুরুষ যৌনসঙ্গী (মেল এসকর্ট)।

পাঠানো প্রতিবেদনে হোয়াট অ্যাপস আলাপ, এবং অন্যান্য তথ্যাদি প্রমাণ হিসেবে দাখিল করা হয়েছে। অভিযোগ জানানো যৌনকর্মীর নাম ফ্রানসেসকো ম্যাঙ্গিয়াকার্পা। নিজেকে ওই ৪০ জন পাদ্রির যৌনসঙ্গী হিসেবে দাবি করেছেন।

তিনি ইতালির গণ মাধ্যমকে বলেন, “তিনি তাদের ভণ্ডামি আর সহ্য করতে পারছেন না।” তবে এখনও পর্যন্ত কারও পরিচয় সম্পর্কে জানা যায়নি, এবং ফ্রানসেসকো এ বিষয়ে মুখ খোলেননি

এক বিবৃতিতে ফ্রানসেসকো আরও বলেন, “পাদ্রিরা কোনো অপ্রাপ্ত বয়স্কের সঙ্গে যৌন সম্পর্কের জন্য অভিযুক্ত নয়। আমরা অপরাধের নিয়ে নয়, পাপের বিষয়ে কথা বলছি।”

ইতালির নেপলসের আর্চবিশপ কার্ডিনাল ক্রিসেনজিও সেপে জানিয়েছেন, কথিত প্রমাণ সম্বলিত ফাইলটি তিনি ভ্যাটিকানে পাঠিয়ে দিয়েছেন। ডাইওসিসান ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “অভিযুক্তদের কেউই এই শহরের (নেপলস) নয়।”

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version