Site icon Jamuna Television

সামনে ব্রাজিলের সাথে খেলা, তার আগে কী হচ্ছে আর্জেন্টিনা দলে!

করোনার কারণে স্থগিত ছিল লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের সবগুলো ম্যাচ। স্থগিত থাকা ম্যাচগুলো শুরু হতে যাচ্ছে আগামী সেপ্টেম্বরে। বিশ্বকাপে জায়গা করে নিতে ভেনেজুয়েলা, ব্রাজিল ও বলিভিয়ার মুখোমুখি হতে হবে আর্জেন্টিনাকে। হাতে সময় নেই বেশিদিন। তবে এরইমধ্যে একের পর এক দুঃসংবাদ আসছে আর্জেন্টিনা টিমে। একের পর এক স্ট্রাইকার পড়ছেন ইনজুরির কবলে।

কোপার পর মাঠে ফিরেই ইনজুরিতে পড়েছেন সের্জিও আগুয়েরো, লাওতারো মার্টিনেজ ও পাওলো দিবালা। এবার এই তালিকায় যুক্ত হলেন আগুস্টিন মার্চেসিনও। তার ইনজুরি কোচ লিওনেলকে চিন্তিত করে তুলেছে বলেই মনে হয়।

মার্চেসিনের হাঁটুর ইনজুরিটিতে অপারেশন করতে হয়েছে। ফলে আগামী মাসে ব্রাজিলের ম্যাচসহ বাকি দুই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তাকে না দেখা যাওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেয়া যাচ্ছে না।

মার্চেসিনের অনুপস্থিতিতে গোলরক্ষক হিসেবে অ্যাস্টন ভিলার মার্টিনেজ, আতালান্তার হুয়ান মুসো, রিভার প্লেটের ফ্রাঙ্কো আরমানি, কাদিজের জেরেমিয়াস লেদেসমার মধ্যে যে কোনো তিনজন থাকতে পারেন।

Exit mobile version