Site icon Jamuna Television

২১ আগস্ট উপলক্ষ্যে আওয়ামী লীগের কর্মসূচি

২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আওয়ামী লীগ নানা কর্মসূচি পালন করে আসছে। প্রতি বছরের মতো এবারও তারা বেশকিছু কর্মসূচি রেখেছে।

শুক্রবার (২১ আগস্ট এক বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগ জানায়, ২১ আগস্ট ২০২১ শনিবার সকাল সাড়ে ৯টায় তারা বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত বেদিতে শ্রদ্ধা নিবেদন করবে। সকাল সাড়ে ১০টায় ২১ আগস্টের গ্রেনেড হামলার প্রতিবাদ ও নিহতদের স্মরণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের এই কর্মসূচিতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

Exit mobile version