Site icon Jamuna Television

ভয়াল ২১ আগস্ট: মোমবাতি প্রজ্জ্বলন করেছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’

ভয়াল ২১ আগস্ট: মোমবাতি প্রজ্জ্বলন করেছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান

ছবি: সংগৃহীত

আজ ২১ আগস্ট হতাহতদের স্মরণে প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন করেছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের নেতাকর্মীরা।

বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাত ১২টা এক মিনিট থেকে ২৫ পর্যন্ত ২৪ মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় গ্রেনেড হামলা মামলার রায় দ্রুত কার্যকর করার দাবি জানান নেতাকর্মীরা। বলেন, তৎকালীন সরকারের মদদে এই হামলা করা হয়েছিলো। তারা অভিযুক্তদের দ্রুত বিচার দাবি করেন।

এনএনআর/

Exit mobile version