
ফাওয়াদ আলম আর বাবর আজমের জুটিতে শক্ত অবস্থানে পাকিস্তান।
কিংসটনে সিরিজের দ্বিতীয় টেস্টে ২ রানেই প্রথম তিন উইকেট হারানো পর ঘুরে দাড়িয়েছে পাকিস্তান। বাবর আজম ও ফাওয়াদ অলমের ফিফটিতে প্রথম দিন শেষে সফরকারী পাকিস্তানের স্কোর ৪ উইকেটে ২১২ রান।
সিরিজের শেষ টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ক্যারিবিয়ান পেসে নাকাল পাকিস্তানের টপ অর্ডার। তৃতীয় বলেই ১ রান করা আবিদ আলী আর তার পরের বলে শূন্য রানে আজহার আলীকে নিজের শিকারে পরিণত করেন অভিজ্ঞ পেসার কেমার রোচ।
এরপর ইমরান বাট মাত্র ১ রান করে জেয়ডেন সিলসের পেসে কাটা পড়লে মাত্র দুই রানেই তিন উইকেট হারায় সফরকারী পাকিস্তান।
তবে চতুর্থ উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তোলেন বাবর আজম ও ফাওয়াদ আলম। অভিজ্ঞ এই দুই ব্যাটসম্যানই তুলে নেন ব্যক্তিগত ফিফটি। তবে তাদের অপ্রতিরোধ্যে ১৫৮ রানের জুটিতে ছন্দপতন ঘটে ৭৬ রান করে ফাওয়াদ আলম আঘাত পেয়ে আহত হয়ে মাঠ ছাড়লে। এরপর অবশ্য ৭৫ রান করা বাবর আজমের উইকেট নেন কেমার রোচ।
তবে দিন শেষে রিজওয়ান ২২ আর ফাহিম আশরাফ ২৩ রান করে অপরাজিত থাকেন।
/এসএইচ



Leave a reply