Site icon Jamuna Television

এবার ‘ডিপার্টমেন্টাল স্টোর’ খুলছে অ্যামাজন

২০২০ সালে সবজি ও খাবারদাবার বিক্রির জন্য 'অ্যামাজন ফ্রেশ' চালু করেছিল অ্যামাজন। ছবি: সংগৃহীত

সম্প্রতি বিক্রির দিক দিয়ে ওয়ালমার্টকে টপকে যাওয়া শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন এবার অনলাইন থেকে বের হয়ে ইন-স্টোর ‘ডিপার্টমেন্টাল স্টোর’ খোলার সিদ্ধান্ত নিয়েছে। খবর ফোর্বসের।

ফোর্বসের প্রতিবেদন সূত্রে জানা যায়, অজ্ঞাত এক সূত্র বলছে প্রথম দোকানগুলো হবে যুক্তরাষ্ট্রের ওহাইও এবং ক্যালিফোরনিয়াতে। যেখানে জামা-কাপড় থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং ইলেকট্রনিক্স পাওয়া যাবে। দোকানগুলোর আয়তন বলা হয়েছে, প্রত্যেকটি ৩০ হাজার বর্গফুট হবে। যা অ্যামাজনের বই লাইব্রেরিগুলো থেকেও বড়। এসব দোকানের মূল লক্ষ্য হবে ওই সব পণ্য বিক্রি করা যেগুলো মানুষ অনলাইন খুঁজে পায় না।

এর আগে ২০১৮ সালের শুরুতে যুক্তরাষ্ট্রের সিয়াটলে দোকানদার ছাড়া প্রথম স্বয়ংক্রিয় স্টোর ‘অ্যামাজন গো’ চালু করেছিল প্রতিষ্ঠানটি। এবং ২০২০ সালে সবজি ও খাবারদাবার বিক্রির জন্য ‘অ্যামাজন ফ্রেশ’ চালু করেছিল।

Exit mobile version