Site icon Jamuna Television

ধর্ষক শ্বশুরকে পিটিয়ে মেরে ফেললো পুত্রবধূ

শ্বশুরের হাতে নির্যাতিত হয়ে শেষ পর্যন্ত শ্বশুরকে পিটিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করে এক নারী। গত শুক্রবার ভারতের উত্তরপ্রদেশের মাধোটান্ডা এলাকার এ ঘটনা ঘটেছে।

খবরে বলা হয়েছে, শুক্রবার ওই মহিলার স্বামী বাড়িতে ছিলেন না। এ সুযোগে তার শ্বশুর তাকে ধর্ষণ করে। রোববারও একই কাণ্ড ঘটায় শ্বশুর। পরের দিন স্বামী বাড়িতে এলে তাকে সব ঘটনা জানায় স্ত্রী। এরপর দুজনে শ্বশুরকে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিযুক্তের।

এ ঘটনায় ওই বৃদ্ধের বড় ছেলে বাবাকে হত্যার দায়ে ভাইয়ের স্ত্রীয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। ইতিমধ্যে ওই মহিলাকে হাসপাতালে মেডিকেল টেস্টের জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।

Exit mobile version