Site icon Jamuna Television

আফগানিস্তান ত্যাগ নিয়ে নতুন বিতর্ক: দ্বিধায় হোয়াইট হাউস ও পেন্টাগন

মার্কিন নাগরিক অপসারণে ঐক্যমতে পৌঁছোতে পারেনি হোয়াইট হাউস ও পেন্টাগন।

তালেবান কর্তৃক কাবুলের হামিদ কারজাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মার্কিন নাগরিকদের মারধোরের অভিযোগ সম্প্রতি নতুন বিতর্ক তৈরি করেছে আন্তর্জাতিক রাজনীতিতে। প্রেসিডেন্ট বাইডেন চান যে কোনো মূল্যে আফগানিস্তান ছাড়তে আর পেন্টাগন চায় মার্কিন নাগরিক অপমানের জবাব দিতে।

এ প্রসঙ্গে পেন্টাগন মুখপাত্র জন কারবি এক বিবৃতিতে বলেন, মার্কিন নাগরিকদের ওপর যে আক্রমণ হয়েছে তা অগ্রহণযোগ্য। তালেবানের সাথে এ ব্যাপারে আগেও কথা হয়েছিলো, উভয়পক্ষই সম্মত হয়েছিলো যে তালেবান চেকপোস্টে ফ্রি প্যাসেজ পাবেন মার্কিন নাগরিকরা। কিন্তু বর্তমান পরিস্থিতি বিপরীতই মনে হচ্ছে। এর জবাব দেয়া উচিত।

অপরদিকে প্রেসিডেন্ট বাইডেন বলছেন, আল-কায়েদার অনুপস্থিতিতে আফগানিস্তানে এখন আমাদের আর কোনো কাজ নেই, সেখানে না থাকাই মঙ্গলজনক।

জানা গেছে আফগানিস্তান ছাড়তে এয়ারপোর্টে অবস্থানরত মার্কিন নাগরিকদের গায়ে মারধোর করেছে তালেবান। এ ঘটনাকে অগ্রহণযোগ্য বলে তালেবানের সমালোচনা করেছেন মার্কিন প্রতিরিক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। একই ঘটনায় কিছুটা ব্যতিক্রম প্রতিক্রিয়া পেন্টাগনের। ফলে নাগরিক নিরাপত্তা নিয়ে চিন্তিত পেন্টাগন আফগানিস্তান ত্যাগ সংক্রান্ত কিছু শর্তের ব্যাপারে হোয়াইট হাউসের সাথে একমত নয় বলেই মনে হচ্ছে। যা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্যের সাথে সরাসরি দ্বিমতেরই বহিঃপ্রকাশ।

এদিকে এখনও আফগানিস্তানে অবস্থানরত মার্কিন নাগরিকদের ব্যাপারে ঐক্যমতে পৌঁছুতে পারেনি পেন্টাগন ও হোয়াইট হাউস। মার্কিন রাজনীতি বিষয়ক সাময়িকী পলিটিকো’র সাংবাদিক অ্যান্ড্রু ডেসদেরিয়ো তার পোস্ট করা একটি টুইটে এ কথা নিশ্চিত করেছেন।

অ্যান্ড্রু দেসিদেরিয়ো’র আলোচিত টুইট।

/এসএইচ

Exit mobile version