Site icon Jamuna Television

ট্রাক উল্টে তেল ছড়িয়ে পড়ল সড়কে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় মেঘনা পেট্রোলিয়ামের একটি তেলবাহী ট্রাক উল্টে সব জ্বালানি তেল রাস্তায় গড়িয়ে পড়ে। বিমানবন্দর চত্বর থেকে ইউটার্ন নেওয়ার সময় উল্টে যায় তেলবাহী ট্রাকটি। পরে ট্যাংকারে থাকা সব জ্বালানি তেলই গড়িয়ে পড়ে রাস্তায়।

সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। ট্রাকটিতে প্রায় নয় হাজার লিটার জ্বালানি তেল ছিল বলে জানা যায়। ট্রাকটি খিলক্ষেত হয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দর চত্বরের কিছু দূরে গতিরোধকের সামনে আসার পর ট্রাকের বাঁদিকের চাকা খুলে যায়। এ সময় ট্যাংকারের চালক এটিকে সড়ক বিভাজনের ওপরে উঠিয়ে দেয়ার চেষ্টা করেন। তবে এর আগেই ট্রাকের ডান দিকে চাকার স্প্রিং খুলে গিয়ে ট্যাংকারটি কাত হয়ে পড়ে যায়। এর সঙ্গে সঙ্গে ট্রাক থেকে তেল গড়িয়ে পড়ে ব্যস্ত এই সড়কে। এ সময় বিমানবন্দর চত্বর এলাকায় যানজট ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ট্রাকের চালক আহত হন।

Exit mobile version